“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

বসন্তের আগে

/চিরশ্রী দেবনাথ /

(C)Image:ছবি
 
 




















...................
সন্তের আগেই প্রবল ভূকম্প হবে...
রিখটার স্কেলে মাত্রা ছাড়াবে অভিমানী ভূগর্ভ,
তার আগে না হয় বয়ে যাক কবিতা ঝড়,
উড়ন্ত, ফুটন্ত, ডুবন্ত ...
আমার চাই সলিলসমাধি
আজন্ম পিয়াসী যে....
মাটির স্তরে স্তরে তোমার অভ্র অহংকার,
গলে গলে  জল হবে সেদিন ...

কোন মন্তব্য নেই: