।। চিরশ্রী দেবনাথ।।
(C)Image:ছবি |
রক্তসুখ
...........
...........
পাঠানকোটের
রক্ত ভেজা মাটিতে
মিশছে একটু একটু,
আর দেরী না করে,
পাকিস্তানের মাটি আবারো লালে লাল,
লাজুক পৃথিবীর প্রিয় রক্তারক্তি লাল গোলাপ,
এই চাষে তার কোন তরফদারি নেই ......
মিশছে একটু একটু,
আর দেরী না করে,
পাকিস্তানের মাটি আবারো লালে লাল,
লাজুক পৃথিবীর প্রিয় রক্তারক্তি লাল গোলাপ,
এই চাষে তার কোন তরফদারি নেই ......
মন্দমেঘ
................
................
কখনো
কখনো ঘরে ফিরি,
মাঘজোৎস্নায় ভিজে থাকি সারাদিন।
মাঘজোৎস্নায় ভিজে থাকি সারাদিন।
দহনের
আগে অথবা পড়ে,
তখন অবেলায় চোখ জ্বলে ওঠে
কি তোমার?
তখন অবেলায় চোখ জ্বলে ওঠে
কি তোমার?
এ
বনাঞ্চল উপদ্রুত,
অনেক আগেই ঘোষণা করেছে মন্দমেঘ ...
অনেক আগেই ঘোষণা করেছে মন্দমেঘ ...
দুঃখনেশা
.................
.................
কিছুদিন
স্তব্ধতা দিও,
ধোঁয়ার স্তবকে আকাশের স্বাদ,
কিছুদিন, আরো কিছুদিন ঘন হয়ে থাকো,
তোমার ব্যর্থতা আমার মাদক, নেশাদুঃখ,
ডুবতে তবু এতো সময় নিচ্ছি কেন ...
ধোঁয়ার স্তবকে আকাশের স্বাদ,
কিছুদিন, আরো কিছুদিন ঘন হয়ে থাকো,
তোমার ব্যর্থতা আমার মাদক, নেশাদুঃখ,
ডুবতে তবু এতো সময় নিচ্ছি কেন ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন