“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

নিওন বাতি, বাদুড় আর সুচের ডগার মাটি

|| শমীক চৌধুরী ||
(C)Image:ছবি
















জ ও শহরের নিওন বাতির উপরকার অন্ধকারে
বিশালকায় বাদুড় পাখা মেলে।
দূরে থেকে কাছে শো শো শব্দে পাক খায়-
শীতের রাতে আরো ঠান্ডা হওয়া ছড়িয়ে দেয়।

সুচের ডগার উপর কার মাটির দখল নিয়ে
কুরুক্ষেত্র হচ্ছে হরদম লঘু থেকে গুরুতর

নিওন  বাতির উপরকার বাদুড়েরা  পাক খায়
আর   ছড়িয়ে দিয়ে যায়   ঠান্ডা হওয়া...

কোন মন্তব্য নেই: