|| শমীক চৌধুরী ||
আজ ও শহরের নিওন বাতির উপরকার অন্ধকারে
বিশালকায় বাদুড় পাখা মেলে।
দূরে থেকে কাছে শো শো শব্দে পাক খায়-
শীতের রাতে আরো ঠান্ডা হওয়া ছড়িয়ে দেয়।
সুচের ডগার উপর কার মাটির দখল নিয়ে
কুরুক্ষেত্র হচ্ছে হরদম লঘু থেকে গুরুতর
নিওন বাতির উপরকার বাদুড়েরা পাক খায়
আর ছড়িয়ে দিয়ে যায় ঠান্ডা হওয়া...
(C)Image:ছবি |
আজ ও শহরের নিওন বাতির উপরকার অন্ধকারে
বিশালকায় বাদুড় পাখা মেলে।
দূরে থেকে কাছে শো শো শব্দে পাক খায়-
শীতের রাতে আরো ঠান্ডা হওয়া ছড়িয়ে দেয়।
সুচের ডগার উপর কার মাটির দখল নিয়ে
কুরুক্ষেত্র হচ্ছে হরদম লঘু থেকে গুরুতর
নিওন বাতির উপরকার বাদুড়েরা পাক খায়
আর ছড়িয়ে দিয়ে যায় ঠান্ডা হওয়া...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন