“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

জবাব

।। সুপ্রদীপ দত্তরায়।।

(C)Image:ছবি









য় তবে দেশবাসী,  ভুখা পেটে দড়ি কশি 
ভোট রণ এলো বুঝি, ভেলকি দেখাই।
জাগ তবে জনতা
শ্রমিকের শক্তিতে দেশকে চালাই।।
মুখে বলি ভালো দিন, ডেকে আনি কালো দিন 
কলে কলে তালা দিয়ে, সম্মুখেতে দুর্দিন ।
মায়া দয়া জানি না 
আশ্বাসে হাওয়া দিয়ে চলেছি সদাই।।
ঘরে ঘরে অনাহার, নেতাদের কি বাহার 
সভা ডেকে হেসে বলে, হবে জেনো প্রতিকার 
বিশ্বাস করি না 
আমাদের শত্রু কে চিনেছে সবাই ।।


কোন মন্তব্য নেই: