।। অভীক কুমার
দে ।।
প্রতিবার
বর্ষাজল গিলে একবুক কাদা জমি
নিচু থেকে আরও নিচে
নিষ্ফলা প্রায়,
আগাছায় ঢেকে গেছে সুখ।
নিচু থেকে আরও নিচে
নিষ্ফলা প্রায়,
আগাছায় ঢেকে গেছে সুখ।
অভাবের
অসুখ
চুষে খায় ভেতর,
নরম জমি, একটু এগোলেই কাদামাটি টান
গিলে খেতে চায় লাঙল
বারবার হাল ধরে হাল ছাড়ে পোষা গরু।
চুষে খায় ভেতর,
নরম জমি, একটু এগোলেই কাদামাটি টান
গিলে খেতে চায় লাঙল
বারবার হাল ধরে হাল ছাড়ে পোষা গরু।
ছোট
বড় জোঁক বসতি গেড়ে আগাছায়,
শিরা কাটে,
চাষামন জানে গোপনে রক্ত খোঁজে চাষ।
শিরা কাটে,
চাষামন জানে গোপনে রক্ত খোঁজে চাষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন