“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৯ জুলাই, ২০১৮

খোকন সোনা

।।  রফিক উদ্দিন লস্কর  ।। 











ড়ার কথা বললে খোকন
মিথ্যে করে ঘুমের ভান,
মুখ লুকিয়ে লেপের নীচে
গুনগুনিয়ে ধরে গান।
বকলে আবার গাল ফুলিয়ে
বড্ড করে অভিমান,
কয়না কথা খায়না খাবার
বিবর্ণ হয় মুখখান।
এমনি করে হেলার মাঝে
সময় যদি কর পার,
সকাল বিকেল ঝগড়া করে
লাভ হবেনা কিছু আর।
-------------
০৯/০৭/২০১৮ইং
নিতাইনগর,
হাইলাকান্দি (আসাম)







কোন মন্তব্য নেই: