।। অভীক কুমার
দে ।।
কীটপতঙ্গের
মতোই হাঁটছে কাঠামো সব
ওরা দলে নির্দলে
ঠিকঠাক লাইন চেনে
লাশ ঠেলে চলতে জানে।
ওরা ঠিক জানে, নিজেও লাশ হবে একদিন
অন্য কেউ আবার লাশ ঠেলেই চলবে,
তবু একেকটি মৃত্যু বয়ে বেড়ায় মাইক্রো জীবন।
ওরা দলে নির্দলে
ঠিকঠাক লাইন চেনে
লাশ ঠেলে চলতে জানে।
ওরা ঠিক জানে, নিজেও লাশ হবে একদিন
অন্য কেউ আবার লাশ ঠেলেই চলবে,
তবু একেকটি মৃত্যু বয়ে বেড়ায় মাইক্রো জীবন।
কাঠামো
সব অমানবিকতার ক্যানসারে ভুগছে
হাসি কান্না সুখ দুঃখ সবকিছুতেই বিভ্রান্ত স্নায়ু
কিছুই দেখে না
কিছুই শোনে না
ওরা দলে নির্দলে
কীটপতঙ্গের মতোই হাঁটছে আর...
হাসি কান্না সুখ দুঃখ সবকিছুতেই বিভ্রান্ত স্নায়ু
কিছুই দেখে না
কিছুই শোনে না
ওরা দলে নির্দলে
কীটপতঙ্গের মতোই হাঁটছে আর...
অন্তঃপুরে
নির্ঘাত জেগে থাকে অমানুষ
একেকটি মৃত্যু বয়ে বেড়ায় মাইক্রো জীবন।
..........
একেকটি মৃত্যু বয়ে বেড়ায় মাইক্রো জীবন।
..........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন