“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৫ জুলাই, ২০১৮

আর্তি


।।   রফিক উদ্দিন লস্কর  ।।
     
সবুজে সবুজে খেলা খেলা
মৃদু বাতাসের আন্দোলনে,
এক পশলা বৃষ্টিতে উজ্জীবিত
বছর পুরানো শুকনো মাটি।
আকাশ হতে স্খলিত
তবুও স্থান পায়, নিমিষে ভাসায়।
প্রতিকারহীন পরাভব;
পথশিশু ও ছিন্নমূল মানুষের আর্তি
একবারও ভাবায় না প্রাণে।
অনুভূতিগুলো মুখ লুকায়
লোভ ও হিংস্রতায়
বিকৃত আনন্দ ও স্বার্থপরতায়।
=======================
নিতাইনগর,হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই: