।। রফিক উদ্দিন লস্কর ।।
সবুজে সবুজে খেলা খেলা
মৃদু বাতাসের আন্দোলনে,
এক পশলা বৃষ্টিতে উজ্জীবিত
বছর পুরানো শুকনো মাটি।
আকাশ হতে স্খলিত
তবুও স্থান পায়, নিমিষে ভাসায়।
প্রতিকারহীন পরাভব;
পথশিশু ও ছিন্নমূল মানুষের আর্তি
একবারও ভাবায় না প্রাণে।
অনুভূতিগুলো মুখ লুকায়
লোভ ও হিংস্রতায়
বিকৃত আনন্দ ও স্বার্থপরতায়।
=======================
নিতাইনগর,হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন