।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
হে
পাহাড়,
এক ঈশ্বর কি দেখালে দানব নেমেছে রাস্তায়,
স্বপন তো হারিয়েই যাবে মৃত্যু যেখানে সস্তায়।
মানুষের ভেতর কত আর মানুষ ধরে
মনের ভাষা বোঝে না, মগজে বাস করে।
পাথুরে শরীর তরল ঝরায় নদীর বাঁকা পথে,
অবুঝ আবেগ সরল হারায়, ধৃতরাষ্ট্র রথে।
এক ঈশ্বর কি দেখালে দানব নেমেছে রাস্তায়,
স্বপন তো হারিয়েই যাবে মৃত্যু যেখানে সস্তায়।
মানুষের ভেতর কত আর মানুষ ধরে
মনের ভাষা বোঝে না, মগজে বাস করে।
পাথুরে শরীর তরল ঝরায় নদীর বাঁকা পথে,
অবুঝ আবেগ সরল হারায়, ধৃতরাষ্ট্র রথে।
হে
পাহাড়,
মানবতা যদি খুঁজে পাও
ভাসিয়ে দিও নদীজলে ঘন বর্ষায়,
যান্ত্রিক গণজন, কে বাঁচে কার ভরসায় !
মনোবনে বাঁধা মন জানে রিফিউজি,
আজও তুমি তুমি আছো, সেই লতা খুঁজি।
মানবতা যদি খুঁজে পাও
ভাসিয়ে দিও নদীজলে ঘন বর্ষায়,
যান্ত্রিক গণজন, কে বাঁচে কার ভরসায় !
মনোবনে বাঁধা মন জানে রিফিউজি,
আজও তুমি তুমি আছো, সেই লতা খুঁজি।
হে
পাহাড়,
বিন্দু জল জড়ো করো,
ভিজিয়ে দাও-- মন- প্রাণ- অপতাপ,
এ বর্ষা তোমার, ধুয়ে যাক সব পাপ,
ভেতর ঘরে মানুষ গড়ো।
বিন্দু জল জড়ো করো,
ভিজিয়ে দাও-- মন- প্রাণ- অপতাপ,
এ বর্ষা তোমার, ধুয়ে যাক সব পাপ,
ভেতর ঘরে মানুষ গড়ো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন