।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
স্বাধীনতা, তুমি
শিশু ছিলে যখন
ভাগাভাগিতে তছনছ মানুষ
মানবতা ভুলে দেশ, বিদেশ।
তুমিও দেশ বিদেশে
শিশু থেকে বড় হতে হতে এতোই বড় হলে যে
মানুষের ভেতর জায়গা হয় না এখন !
স্বাধীনতা, তুমি এখন জোয়ান নাকি বৃদ্ধ ?
বলো, হোলি খেলে যারা রক্তের হোলি
ওরা কারা ?
ওদের ভেতর তুমি নাকি তোমার ভেতর ওরা ?
রোজ দেখি--
রক্ত দিয়ে লাশের ঘরে
রক্তরাঙা ভোর,
দোর খুলে অবাক মানুষ
রক্তঝরা সোর।
ভাগাভাগিতে তছনছ মানুষ
মানবতা ভুলে দেশ, বিদেশ।
তুমিও দেশ বিদেশে
শিশু থেকে বড় হতে হতে এতোই বড় হলে যে
মানুষের ভেতর জায়গা হয় না এখন !
স্বাধীনতা, তুমি এখন জোয়ান নাকি বৃদ্ধ ?
বলো, হোলি খেলে যারা রক্তের হোলি
ওরা কারা ?
ওদের ভেতর তুমি নাকি তোমার ভেতর ওরা ?
রোজ দেখি--
রক্ত দিয়ে লাশের ঘরে
রক্তরাঙা ভোর,
দোর খুলে অবাক মানুষ
রক্তঝরা সোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন