।। অভিজিৎ দাস।।
শিলচর এক আজব শহর । ঐতিহ্যমণ্ডিত যেমন, ঠিক
তেমনই আবর্জনামণ্ডিতও । এতদিন ধারণা ছিল আবর্জনা বোধহয় শুধু পথেঘাটেই, কিন্তু সে ছিল এক ভ্রান্ত ধারণা মাত্র । মানুষের মন যত পরিষ্কার, তাদের পরিবেশও তত পরিষ্কার । অবশ্য এই সূত্রকে সত্য ধরা হলে এটা মেনে
নিতেই হবে, হিঁদুদের চেয়ে খ্রিস্টানরা অনেক বেশি ভালো মনের
অধিকারী । ত্রিপুরায় দেখেছি একই গ্রামের হিঁদুদের এলাকা কত নোংরা এবং খ্রিস্টানদের
এলাকা কত বেশি পরিচ্ছন্ন ।
শিলচর
ভাষা শহীদদের শহর । শিলচরের আনাচে কারা যেন শহীদদের শ্রদ্ধা জানাতে স্থাপন করেছেন
স্তম্ভ । খুব খুশি হতাম দেখে । কিন্তু কেন হতাম তা আদৌ জানিনা, শহীদ
বেদি স্থাপন করাটা হচ্ছে লোকদেখানো, এছাড়া আর কিছুনা । কই,
কলেজের ৯৯% সহপাঠীতো বাংলা পড়তে ও লিখতে জানেনা ঠিকঠাক ।
কিছুদিন
আগে বিকেলে হাঁটতে বেরিয়েছি, চা খাব । রামানুজ কলেজের ওদিকটায়
হাঁটছিলাম, হঠাৎ চোখে পড়লো একজন ভদ্রলোক রাজকীয় কায়দায়
বৈকালিক আলাপচারীটা সারছেন । তিনি সুঠাম পাছা রেখে বসে আছেন শহীদবেদীর উপর ।
অত্যন্ত ঘৃণা জন্মাল । ইহাই কি তবে শহর শিলচরের প্রকৃত রূপ, নাকি
শহরের লজ্জা মাত্র ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন