“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

মধ্যবিত্ত

।।   রফিক উদ্দিন লস্কর   ।।   
          
(C)Image:ছবি








ক আকাশ আক্ষেপে ভরা জীবন
সকাল দুপুর, বিকেল এমনকি সারা রাত
ভাবতে ভাবতে চলে যায় সময়,
মাস গড়িয়ে বছর এমনকি আমৃত্যু হতাশায়।
কারণে অকারণে নানা গুঞ্জন 
বাস্তবতার সাথে সংঘর্ষ প্রতিনিয়ত, এটাই ধর্ম।
   
অদৃশ্য শক্ত দেয়ালে ঘেরা চারপাশ
বড় দুর্বোধ্য, একতিল ও নড়ানো যায়না
    
মাঝরাতে বসে ভাবতে থাকে শুধু, অশ্রু গড়ায়।
দিনান্তে সব রাগ পড়ে ঈশ্বরের উপর,
 
পরাজয় ঘটে দিনের পর দিন
 
তবুও এক আকাশ স্বপ্ন নিয়ে বেঁচে থাকা।
===============================
২৭/০৭/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
         
  


কোন মন্তব্য নেই: