“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৩ জুলাই, ২০১৮

স্বপ্ন চোখের আঙ্গুলে...

।। আবু আশফাক্ব চৌধুরী।। 

(C)Image:ছবি









স্বপ্ন চোখের আঙ্গুলে মুখ রেখে চুপ
কোন কথা শুনতে চাইনা
এখন সময়-
প্রকৃতি কথা বলবে।
তোমার অপরূপ রূপ নিয়ে
কথা বাড়াবো না
ঐ দেখো প্রজাপতি হাসছে
ওদের ওড়ারও একটা সময় আছে
ভিন্ন চোখের ভিন্ন মত হতে পারে
আমি বিচলিত নই
অনেক আকাশ অনেক চাঁদ
আমার দেখা হয়ে গেছে
চাঁদ ধরা বুড়ো বলে শরীরী মেয়েরা
বুক কাঁপা শঙ্কায় কাছে এসে
দূরে চলে গেছে
এখন বাঘের নখ ধার হারিয়েছে
ফোকলা মুখে নড়বড়ে দাঁতের পাটি
বেমানান হাসি ভয়ানক অসুন্দর দেখায়
ইচ্ছেগুলো জীবন্মৃত ডুবে ভাসে
বাতাসে কলঙ্ক ছড়ায়...


কোন মন্তব্য নেই: