“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৮ জুলাই, ২০১৮

অধিকার


  ।।    রফিক উদ্দিন লস্কর      ।।
           








মার অধিকার কেড়ে নেবে!?
না , তা হতে দেবো না...
আমারও রক্ত বহিছে এ ভূমে,
শত শত প্রাণের বিনিময়ে লব্ধ এইটুকু
ফাঁসিতেও ঝুলেছে নির্দ্বিধায়
মায়ের কোল খালি করা অনেক শিশু।
শত বছর পুরানো ইতিহাস সাক্ষী তার 

রাইফেল কামান এর বিপরীত বাহুতে
মোটেই ভয় ছিলো না ;
নিষ্পেষিত জনতা বুক ভরা অদম্য সাহস।
পুনরাবৃত্তি! তা মোটেই হয়না...
এখনো তাজা রক্তের গন্ধ এ মাটিতে পাই।
=========

নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই: