“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

বিধান, তুমিও শিল্পী বটে

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি











'বারই তো বলেছে কত নেতা
'ভরপেট খাবার জুটবে এবার।'
রাজ্য থেকে দেশে
 
শুরু থেকে শেষে
ক্ষুধা নিয়েই ঘুমায় মানুষ,
আবার কথায় গানে রটে--
'এ দেশ তোমার আমার...'
বিধান, তুমিও শিল্পী বটে !
জাত ধর্ম দিয়ে কী হয় !
অবশেষ মানটুকুও নিলামে ওঠে !
পিশাচেরা খুঁটে খায় !
দ্রৌপদী, তুমিও আর একা নও,
অসংখ্য তুমি,
এখন আর কাপড় নয় মৃত্যুই জোটে।
কার হাতে কে মৃত, কার হাহাকার ?
বিধান, তুমিও শিল্পী বটে।
রাজার পাশাঘর, মৃত্যুচাল,
ক্ষুধার্ত মানুষ চাল খোঁজো বৃথা।
অসুস্থ দেশ, রক্তাক্ত বুক, চলছে খোদাই,
জ্বলছে মানবতা;
বিধান তোমার বিধান কই ?
আবার ভোটের পরেই রটে--
'মানুষেরই জয় বারংবার',
বিধান, তুমিও শিল্পী বটে !


কোন মন্তব্য নেই: