।। আবু আশফাক্ব চৌধুরী।।
(C)Image:ছবি |
মহাশূন্যে মিলিয়ে যাওয়ার ইচ্ছায়
চিতাকাঠে বসে আছি
সব কষ্টক্লেশ সহ্য করে নিচ্ছে অনায়াসে
জানি সশরীরে কখনওই সম্ভব নয়
কুণ্ডলীর ধোঁয়া হতে পারলে
তবেই মহাকাশ চেনা যায়।
আমি ধোঁয়া ভস্ম কালো মেঘ হতে
প্রস্তুতি পাকিয়ে নিচ্ছি
অথচ আকাশ কুয়াশাচ্ছন্ন দীঘল রেখায়
আপন মনে স্বপ্নবিভোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন