।। শিবানী দে।।
(C) Image:ছবি |
পশ্চিমে রঙ-এর খেলা, তরঙ্গে তরঙ্গ,
রঙ খেলতে খেলতে সূর্য অস্তগামী।
বর্ষার আকাশে যেন বসন্ত লেগেছে,
রঙ্গিন আকাশ, রঞ্জিত ভূমি ।
ক’মিনিটের দৃশ্যে একটু ভাল লাগা,
একটু পরেই নেমে আসবে আঁধার।
একটু পরেই মেঘ ছাইবে আকাশ,
একটু পরেই একান্ত বিষণ্ণতার ।
আকাশ কি আনন্দে রঙ খেলে কী জানি,
মানুষ আজকে রঙ খেলছে ক্রোধে,
সকাল কি সন্ধ্যা বসন্ত বা বর্ষা
সলতে পাকানো চলে ক্রোধের বারুদে ।
এখন সস্তা রক্ত, সুন্দর আগুন,
ঠুনকো ভাবাবেগ খোঁজে লবণাক্ত স্বাদ,
খেলা শেষে ওড়ে ছাই, পড়ে থাকে লাশ,
অন্ধকার ভেদ করে তীব্র আর্তনাদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন