“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৬ জুলাই, ২০১৭

ছড়া গুচ্ছ

(C) Image:ছবি



















। ।  এম রিয়াজুল আজহার লস্কর। ।


(১)
হাতিদের ঘামা নেই
দৌড় দিলে থামা নেই
                 খুশি পায় মনেতে।
পান ফাটিফাটি খায়
মাহুতের লাঠি খায়
                 মাল টানে বনেতে। ।
(২)
গরুদের তো হাত নেই
ঘটি বাটি ভাত নেই
               মন যায় খানাতে।
মাঠে মাঠে খানা খায়
বেড়া ভেঙ্গে মানা খায়
                 কেস হয় থানাতে। ।
(৩)
ভেড়াদের আশা নেই ?
থাকার  যে বাসা নেই
           নেই কোনো সম্বল ?
গাড়িতলে ঘুম পায়
শীতে বড় উম পায়
               পরে ল্যাপ কম্বল !
(৪)
ঘোড়াদের ভিটে নেই
মুখটিও মিঠে নেই
মাল কোনো পিঠে নেই
          নেই গাড়ি টানাও।
তবু তারা ঘাস খায়
           খায় ভুষি চানাও। ।
©
কপিরাইট সংরক্ষিত
ফুল এসেছে খুশবু দিতে, পৃষ্ঠা নং ১৫,১৬

কোন মন্তব্য নেই: