।। রফিক উদ্দিন লস্কর ।।
কত ঘুমাবে, জাগো এবার প্রবল বজ্রে
সিংহ হৃদয় নেই কি তোমার!
ডাকছে সময় যে এবার ঝড় ওঠাবার
কালের করাল গ্রাস রুদ্ধ করার।
ঝেড়ে ফেলো জড়তা হটাও তন্দ্রাভাব
স্বপ্নচারী হতে পারো নীল গগনের,
উঠবে ভেদে পাতালপুরী আর হিমাদ্রি
নবারুণ হয়ে গহীন বনের।
চল উল্কা বেগে ফুল্কি তুলে সত্যের তরে
নিজের মাঝে নিজেকে নিয়ে,
সত্য বাণী ধ্বনিত হবে আকাশে বাতাসে
অশুভ শৃঙ্খল সব কাঁপিয়ে।
পান্থনিবাসে লুটোপুটি খায় কৃষক মজুর
ত্রস্ত পথিকের সাধারণ জীবন,
ঘোর তমসায় ফুটিবে তারা দূর আকাশে
চমকাবে মনে প্রতিটি ক্ষণ।
তব পদচিহ্ন এঁকে দেই ধরণীর ললাটে
যুগে যুগে লোকে করিবে স্মরণ,
আপন প্রাণ করিলে দান মানুষের তরে
ধন্য ‘মানুষ' তুমি হয়েও মরণ।
**********
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন