।। রফিক উদ্দিন লস্কর
।।
কতেক কথা জমা পড়ে হিমের ঘরে,
কিছু শব্দ উড়িয়ে নেয় বৈশাখী ঝড়ে।
দিন যায় এমনি করে আর কষ্টে রাত,
বিনিদ্র রজনীর শেষে ঝাপসা প্রভাত।
সময়ের স্রোতে আটকা পড়ে বালুচরে,
তুমি চলে গেলে তোমার মতো করে।
বিরহী দিন কাটে শুধু তারই অপেক্ষায়,
প্রেমানলে পুড়ে সমস্ত মাস-ঋতু যায়।
এভাবে বছর আর যাপিত জীবন ধারা,
নির্বাক জীবন, থাকে শুধু অভিমান ভরা।
হয় পাথরের মতো মনের অব্যক্ত কথা,
মনের মাঝে সহসা আসে বৃষ্টি ও খরা।
কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম বর্ষায়,
কিছু ঘনিষ্ঠতা অন্ধ হয়ে সমুদ্রে হারায়।
সকল আশা প্রত্যাশা আজি পাতা ঝরায়,
বসন্ত দুপুরে খসে পড়ে উত্তপ্ত বালুকায়।
-----------------------------------------
১৮/০৭/২০১৭ ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)
কতেক কথা জমা পড়ে হিমের ঘরে,
কিছু শব্দ উড়িয়ে নেয় বৈশাখী ঝড়ে।
দিন যায় এমনি করে আর কষ্টে রাত,
বিনিদ্র রজনীর শেষে ঝাপসা প্রভাত।
সময়ের স্রোতে আটকা পড়ে বালুচরে,
তুমি চলে গেলে তোমার মতো করে।
বিরহী দিন কাটে শুধু তারই অপেক্ষায়,
প্রেমানলে পুড়ে সমস্ত মাস-ঋতু যায়।
এভাবে বছর আর যাপিত জীবন ধারা,
নির্বাক জীবন, থাকে শুধু অভিমান ভরা।
হয় পাথরের মতো মনের অব্যক্ত কথা,
মনের মাঝে সহসা আসে বৃষ্টি ও খরা।
কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম বর্ষায়,
কিছু ঘনিষ্ঠতা অন্ধ হয়ে সমুদ্রে হারায়।
সকল আশা প্রত্যাশা আজি পাতা ঝরায়,
বসন্ত দুপুরে খসে পড়ে উত্তপ্ত বালুকায়।
-----------------------------------------
১৮/০৭/২০১৭ ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন