। । এম রিয়াজুল আজহার লস্কর । ।
(C)Image:ছবি |
বৃষ্টি রোদে আমরা কেনো মাথায় ধরি ছাতি ?
রাত্তিবেলা
মানুষ কেনো হাঁটে নিয়ে বাতি ?
মৌমাছিরা
উড়ে কেনো করে ফুলের খোঁজ ?
ইস্কুলেতে
শিশু কেনো পড়তে ছুটে রোজ ?
দুখের
বেলা কাঁদা কেনো,সুখের বেলা হাসি ?
বলদ
নিয়ে মাঠে কেনো হালটি ধরে চাষি ?
গীতের
সাথে বাজনা কেনো,গীতের সাথে নৃত্য
অজানাকে
জানতে কেনো অধীর সবার চিত্ত ?
©
কপিরাইট
সংরক্ষিত
‘ ফুল
এসেছে খুশবু দিতে ’ পৃষ্ঠা নং ১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন