“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২২ জুলাই, ২০১৭

সহজ প্রশ্ন


  । ।  এম রিয়াজুল আজহার লস্কর । ।

(C)Image:ছবি





















বৃষ্টি রোদে আমরা কেনো মাথায় ধরি ছাতি ?
রাত্তিবেলা মানুষ কেনো হাটে নিয়ে বাতি ?
মৌমাছিরা উড়ে কেনো করে ফুলের খোঁজ ?
ইস্কুলেতে শিশু কেনো পড়তে ছুটে রোজ ?
দুখের বেলা কাঁদা কেনো,সুখের বেলা হাসি ?
বলদ নিয়ে মাঠে কেনো হালটি ধরে চাষি ?
গীতের সাথে বাজনা কেনো,গীতের সাথে নৃত্য
অজানাকে জানতে কেনো অধীর সবার চিত্ত ?
©
কপিরাইট সংরক্ষিত
ফুল এসেছে খুশবু দিতে পৃষ্ঠা নং ১৪

কোন মন্তব্য নেই: