“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

লজ্জা

দেবাশ্রিতা চৌধুরী
*******
(C)Image:ছবি

   




















বাতিস্তম্ভের আলোগুলো
  কুয়াশায় ঝাপসা ম্রিয়মাণ
  মুহুর্মুহূ রাতচরা পেঁচা আর
   শ্বাপদের বিশ্বম্ভণ
  পথচারী দ্রুত অপস্রিয়মাণ
         
  কে তুমি ঘোমটার আড়ালে?
  ক্ষুধার অন্নসন্ধানে আর কোন
  পথ ছিল নাকি বাকি ;
  তবে কেন দরদর আঁখিধারা
  থরথর কম্পন!!
  কোন লাজে মুখ ঢাকো অবগুনবতী!
  এ তোমার নয়
  যারা দিয়েছিল অঙ্গীকার অন্নবস্ত্রের
          এ শুধু লজ্জা তাদের।
         


কোন মন্তব্য নেই: