।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
ঋতুরাজ কড়া নাড়ে যৌবন দ্বারে
নুয়ে পড়ে পাহাড়ের লতা।
উন্মত্ত বাতাস উড়ে লাল শাড়ি,
শুধু বুকভরা তার ব্যথা।
মহুয়া বন তোলপাড় ঝড়ের ঝাপটে
সবকিছু ওড়নায় বাঁধা।
ঘুমোয়নি নগর শহর বন্দর,
কালো আকাশে মেঘ সাদা।
বাতাসে বাজায় সংগীত সুখ বেদনার,
হৃদয় নিঙড়ে দেয় সুর।
কাটে কালরাত বেদনা পরে
সৃষ্টি হয় সোনালি ভোর।
নামে ঝর্ণা পাহাড় থেকে নিয়ে হিমবাহ,
পরশ দেয় তৃষিত বক্ষে।
তরুশাখে কোকিল ডাকে,
তাকায় সে বিনিদ্র চক্ষে।
*******
১০/০৭/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন