“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

নিপাত যাক-আবু আশফাক্ব চৌধুরী

বদরাগী টেবিলটা হঠাৎ
ছুঁড়ে ফেলে দিল আমার কবিতার খাতা
কলমটা চুল খাঁড়া করে তাড়িয়ে আসলো
খাতাখানা তড়পাতে তড়পাতে
মিছিলে শামিল হল
--"নিপাত যাক......নিপাত যাক..."

বেবাক দুটো চোখ চেয়ে রইল পথের পানে!!

কিছু অন্ধকার আমার সাথে
কানাকানি করতে খুঁজছিল নির্জনতা
জানিনা--
অস্বপ্নরাও কখনও কখনও হয়ে ওঠে
রাক্ষসখোক্ষস----যাদু বাস্তবতা
এক অশরীরী যে রোজ আমার
রাতের প্রিয় ঘুম কেড়ে নিত
প্রেয়সীর চেয়েও মধুমাখা ভালবাসা
ছড়াতো প্রাণের টানে-কী কারণে
এমন চঞ্চল উশৃঙখল হয়ে ওঠলো

মিছিল এগিয়ে এসে দাঁড়ালো আমার সম্মুখে
টেবিল-কলম-খাতা আর
ভাঙা দুতরার দল
একসুরে সমস্বরে বলে ওঠলো-
-'বলো -কথা দাও কথা রাখবে '?

কোন মন্তব্য নেই: