বদরাগী টেবিলটা হঠাৎ
ছুঁড়ে ফেলে দিল আমার কবিতার খাতা
কলমটা চুল খাঁড়া করে তাড়িয়ে আসলো
খাতাখানা তড়পাতে তড়পাতে
মিছিলে শামিল হল
--"নিপাত যাক......নিপাত যাক..."
বেবাক দুটো চোখ চেয়ে রইল পথের পানে!!
কিছু অন্ধকার আমার সাথে
কানাকানি করতে খুঁজছিল নির্জনতা
জানিনা--
অস্বপ্নরাও কখনও কখনও হয়ে ওঠে
রাক্ষসখোক্ষস----যাদু বাস্তবতা
এক অশরীরী যে রোজ আমার
রাতের প্রিয় ঘুম কেড়ে নিত
প্রেয়সীর চেয়েও মধুমাখা ভালবাসা
ছড়াতো প্রাণের টানে-কী কারণে
এমন চঞ্চল উশৃঙখল হয়ে ওঠলো
মিছিল এগিয়ে এসে দাঁড়ালো আমার সম্মুখে
টেবিল-কলম-খাতা আর
ভাঙা দুতরার দল
একসুরে সমস্বরে বলে ওঠলো-
-'বলো -কথা দাও কথা রাখবে '?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন