।। রফিক উদ্দিন লস্কর ।।
সবুজ পাহাড়ে ঘেরা সাথে বৃষ্টির খেলা
মন প্রাণ টানে গুয়াহাটি নগর,
কাজের টানে মনের টানে ব্যস্ত নগরে,
মানুষ আসে গ্রাম ছেড়ে শহর।
দিনের বেলা, রাজপথে গাড়ির জটলা
লোকে লোকারণ্য, সব অলিগলি
কে কার; ব্যস্ত সবাই, চলে আপন মনে
শত বাঁধা বিঘ্নতা দু'পায়ে দলি।
সময়ের সাথে, সাক্ষাতে অসাক্ষাতে
ঘটে কিছু নতুনত্বের উন্মোচন ,
ভ্রান্ত দিকের সুরাহা, মিলায় নিমিষে
যেমন উদার মানুষের মন।
কর্মের কথা মাথায় নিয়ে শুধু পথচলা
কর্মে নিহিত রয় ধর্ম সকল
ব্যতিব্যস্ত নগরে, চলে নিজ নিজ কাজ
তবুও অটুট থাকে মনোবল।
---------------------------------------------------
২৯/০৭/২০১৭ইং
লাস্টগেট দিশপুর, (গুয়াহাটি -আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন