।। দেবাশ্রিতা চৌধুরী।।
![]() |
(C)মৌসুমী পাল চৌধুরী |
আমি অপরাজিতা আমি অবধ্য
মৃত্যু ছুঁতে পারেনা ,গ্লানি ক্ষয় করেনা
নীল আকাশে ভেসে থাকা
একখণ্ড মেঘের মতো
স্বাধীন সত্ত্বা আমার।
সাগরের বুক থেকে উঠে আসা
অমৃতময়ী আমি
ঢেউয়ের সাথে ভেসে আসি
অমৃতকুম্ভ হাতে
চামুন্ডারূপিনী অসুরবধে বারবার
মৃত্যুদণ্ড দিতে কাঁপাই ভূলোক দ্যুলোক।
আমি বন্ধনহীন, স্বেচ্ছায় গ্ৰন্থিত হয়ে
কখনো আটপৌরে মাতৃরূপে ,সহোদরা
রূপে,জায়া রূপে কন্যারূপে আপন
আনন্দে আপনি মাতোয়ারা।
আমি অপরাজিতা, আমি গর্বিতা
আমি নারী.......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন