।। রফিক উদ্দিন লস্কর ।।
খিলখিলে জোছনা আকাশের মাঝে, চাঁদ উঠে হেসে,
আছে যত তারা, হয়েছে সারা, আলোতে যাচ্ছে মিশে।
নদীর জলে জোসনা পড়ে, আলোয় করে ঝিকমিক,
দেখে আলোর খেলা কাঁদে জোনাকিরা, জানায় ধিক্।
রজনী নিঝুম ঘুমোয় সারা গেরাম, তারারা শুধু জাগে,
আকাশের গায়ে চাঁদ হাসে ঐ, কতো না ভালো লাগে।
নিশাচর ডাকে পথের বাঁকে, ভাতঘুম ভাঙে মাঝরাতে,
বনের লতা আর কয়না কথা, শুয়ে আছে এক সাথে।
চাঁদের কিরণ সে মুক্তোর মতন, ঝরে পড়ে রাশি রাশি,
পাপড়ি পত্র মাঝে জমেছে শিশির,কথা কয় হাসি হাসি।
মনের অতলে প্রাণের সাড়া , যেথায় বাঁধে প্রীতির বাসা,
রাতের শেষে সোনালী ভোর, মনের মাঝে জাগে আশা।
চাঁদের সাথে থাকি মায়াবী রাতে,আমি বহুদূর চলে যাই,
স্বপ্ন নিয়ে চলি জীবনে হয়তো বা কিছু তাতে খুঁজে পাই!
পক্ষ পরে আসে অমানিশা, ঢলে পড়ে তার যৌবনা রূপ,
নেই বড়াই চলে জোসনা,আঁধারের মাঝে হয়ে যায় চুপ।
-------------------------------------------------------------
০৬/০৭/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন