।। রফিক উদ্দিন লস্কর
।।
ভাবি,
যদি এমন হয় কোনদিন
অজানা চলার পথে দেখা হয় তোমার আমার,
অভিমানে শুধু থাকবে বাক্যহীন
হয়তো হবে কথা কাটাকাটি রাস্তায় দুজনার ।
ছিল বিশ্বাস ভালো লাগতো তাই
কাঙ্ক্ষিত মন তোমারই কাছে ছুটে যেত উড়ে,
তুমি পথ ভুলে চলে গেলে দূরে
রাশিরাশি ব্যথা,আমার হৃদয়টা ছাই হয় পুড়ে ।
ভাগ্যক্রমে যদি সত্যি হয় দেখা
রাস্তায়, কাননে, পার্কে নাহয় অন্য কোন খানে,
মলিন মুখের আর অন্তরের কথা
সব বুঝে নেবো, চাহিয়া তোমার মুখের পানে ।
আজও মনে ঢেউ উঠে বারবার
হতে পারে অভিমান,তুমিও আমায় যাওনি ভুলে,
আঁখিজলে শুধু স্মৃতিগুলো ভাসে
তুমি ফিরে আসো, হৃদয়ের দ্বার রেখেছি খুলে ।
------------------------------------------------
১৭/০৭/২০১৭ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
অজানা চলার পথে দেখা হয় তোমার আমার,
অভিমানে শুধু থাকবে বাক্যহীন
হয়তো হবে কথা কাটাকাটি রাস্তায় দুজনার ।
ছিল বিশ্বাস ভালো লাগতো তাই
কাঙ্ক্ষিত মন তোমারই কাছে ছুটে যেত উড়ে,
তুমি পথ ভুলে চলে গেলে দূরে
রাশিরাশি ব্যথা,আমার হৃদয়টা ছাই হয় পুড়ে ।
ভাগ্যক্রমে যদি সত্যি হয় দেখা
রাস্তায়, কাননে, পার্কে নাহয় অন্য কোন খানে,
মলিন মুখের আর অন্তরের কথা
সব বুঝে নেবো, চাহিয়া তোমার মুখের পানে ।
আজও মনে ঢেউ উঠে বারবার
হতে পারে অভিমান,তুমিও আমায় যাওনি ভুলে,
আঁখিজলে শুধু স্মৃতিগুলো ভাসে
তুমি ফিরে আসো, হৃদয়ের দ্বার রেখেছি খুলে ।
------------------------------------------------
১৭/০৭/২০১৭ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন