।। চিরশ্রী দেননাথ।।
মনে হয় এই শ্রাবণী কান্না থেমে যাবে
মাত্র
কিছু সময়, ভুলের শেষ, আবার সোনালী ধান
ওই
তো জানকী ত্রিপুরা রেখেছে হাত অসুস্থ ভাইের কপালে
এখন
আঠারোমুড়ায় দুরন্ত রোদ, পাহাড় ফেটে নতুন
দিগন্ত
কোথাও
রক্ত নেই, শ্লোগানে উৎসবের সুর
কে
জেনো বুনেছিল নিষেধের জানালা দরোজা
রাশি
রাশি তরুণ এঁকেছে তাতে অক্ষরের পর অক্ষর
একটিই
দেশ, তারই নিরালায় আমাদের আজন্ম
নিঃশ্বাস
ভরে ভাতের গন্ধ নেই, মিছিলে মিছিলে কথা
বলি তোমার
সঙ্গে
দু
মুঠো রাত আগামী জ্যোৎস্নার,
চলো
মিঠে মিঠে আঁশটে স্বাদে চাটি
আঙুলে
জড়ানো আমাদের যৌথ ক্ষুধা আর
স্বপ্ন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন