।। শঙ্খ সেনগুপ্ত।।
(C)Image:ছবি |
আমি যা আমি তাই
তুমি যা তুমি তাই
মাঝে কেন উঁকি দেয়
মানবিক কান্না?
জীবিতরা কোথায় পেলো
এই অনুনাসিক স্বর?
আনবিক খাঁচায় কে রাঁধে
কে ছড়ায় গন্ধ
আমার মতো
তোমার মতো?
ছায়ার শরীর জানে
আলোর দূরত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন