“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

সামাজিক মাধ্যম


|| শমীক চৌধুরী ||












র্কুট দিয়ে শুরু
স্ক্র্যাপ করেছ গুরু!
বেশ চলছিল
এলো ফেস বুক
অল্প পরে টুইটার !!
বন্ধু থেকে ফোলোআর
গ্রুপ হয়ে পোস্ট।
মনোমত হলে ফুলঝুরি
চরকির ফটফটি মন্ত্যব।


এখন হওয়াটস আপ
আরে বাপ রে বাপ।
সকাল সন্ধ্যে , দুপুর বিকেল
রাত্রি, মধ্যরাত, ঊষা
এলার্ম ফেল-
হওয়াটস আপ আছে জেগে
৩৬৫, ২৪x৭।

স্কাইপ আর মেসেঞ্জার
একই দু:খ বলে যান।

এদিকে আরো দুঃখ
সামাজিক মাধ্যমে
গৃহকর্ত্রী অবহেলিত।
কার ঘাড়ে কটা মাথা ?
তবু গজা ভয় পায়না সাজা।
বোকা হ্যান্ডসেটটি থেকে
মাথা হয় না সোজা।

কোন মন্তব্য নেই: