শঙ্খ সেনগুপ্ত
আবালের প্রণামী ধন্য তোমার সুশীতল মুখ
জেনো আখড়ায় উল্টে যাওয়া দুধ,
জেনো দু’টাকার চালে ফোঁটা ভাত;
পেঁয়াজি ছাড়ো হে কুলধিপতি, বিড়াল,
এখনো ভিজে আছে আমাদের বয়সী উনুন
যদি চাও ঘষে নিও নির্জলা জিহ্বে
বোঁটা ভেঙে দু'একটি অনুরাগ
ক্ষয়ে যাওয়া পাতে চিরকাল
ঝুঁকে থাকা শকুন
বুকের প্রণাম নিও হে প্রপাত, হে শালগ্রাম,
হে উল্টে যাওয়া বোতল
রাস্তায় গড়িয়ে পরা সুধা
হে জবানী হেই শীলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন