“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

মধ্যরাতে বেজে চলা কীর্তন


শঙ্খ সেনগুপ্ত











বালের প্রণামী ধন্য তোমার সুশীতল মুখ 
জেনো আখড়ায় উল্টে যাওয়া দুধ, 
জেনো দুটাকার চালে ফোঁটা ভাত;
পেঁয়াজি ছাড়ো হে কুলধিপতি, বিড়াল, 
এখনো ভিজে আছে আমাদের বয়সী উনুন

যদি চাও ঘষে নিও নির্জলা জিহ্বে
বোঁটা ভেঙে দু'একটি অনুরাগ
ক্ষয়ে যাওয়া পাতে চিরকাল 
ঝুঁকে থাকা শকুন 


বুকের প্রণাম নিও হে প্রপাত, হে শালগ্রাম, 
হে উল্টে যাওয়া বোতল
রাস্তায় গড়িয়ে পরা সুধা
হে জবানী হেই শীলা

কোন মন্তব্য নেই: