“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

আমি তুমি এবং শুধু কবিতা


       ।। শৈলেন দাস।।

(C)Image:ছবি























মাকে নিয়ে চল চিত্রলেখা
নির্জন দূরে কোথাও
যেখানে থাকবে পাখির গান
বায়ুর নিঃশব্দে বয়ে যাওয়া
গাছ গাছালির মৌনব্রত
প্রকৃতির শীতল ছোঁয়া
সেখানে থাকব নিরিবিলিতে
আমি তুমি এবং শুধু কবিতা...
নাগরিক যন্ত্রণা শহুরে কোলাহল
অবিশ্বাসের বাতাবরণ, যত সব ভুল
স্বার্থপর ভাবনা, বিশ্বাসঘাতক স্বজন
রাজনীতির মারপেঁচ, সামাজিক শোষণ
এইসব কথা ভুলে থাকতে চাই আমি
আন্ত:ত কিছুক্ষণ.....
কাব্য-অক্সাইডে প্রশমিত হবে যন্ত্রণা
আমাকে নিয়ে চল তুমি চিত্রলেখা।।
 

কোন মন্তব্য নেই: