“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

বিধিসম্মত সতর্কীকরণ



।। শঙ্খ সেনগুপ্ত।।
 










চোখের ভেতর দেয়াল       তা
বুকের মাঝে বিষ             তিনি
পায়ে দেন বেড়ি
হাতে পরাণ কড়া             তিনি
কানে দেন বীজমন্ত্র           আর
মাথায় মারেন চটি!

ইনি তোমাদের প্রভু? ইনি ঈশ্বর?

তিনি সর্বঘটে জল আর     তার
পোকায় কাটে পাড়া।

আর তোমরা কিনা ভাবছো
ইনি প্রভু? ইনি ঈশ্বর?

গোপাল, বড় প্রয়োজন
ভালোরূপ উচ্চারণ করা,
বিধিসম্মত সতর্কীকরণ।


কোন মন্তব্য নেই: