।। শঙ্খ সেনগুপ্ত।।
চোখের ভেতর দেয়াল তার
বুকের মাঝে বিষ তিনি
পায়ে দেন বেড়ি
হাতে পরাণ কড়া তিনি
কানে দেন বীজমন্ত্র আর
মাথায় মারেন চটি!
ইনি তোমাদের প্রভু? ইনি ঈশ্বর?
তিনি সর্বঘটে জল আর তার
পোকায় কাটে পাড়া।
আর তোমরা কিনা ভাবছো
ইনি প্রভু? ইনি ঈশ্বর?
গোপাল, বড় প্রয়োজন
ভালোরূপ উচ্চারণ করা,
বিধিসম্মত সতর্কীকরণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন