(C)Image:ছবি |
।। শঙ্খ সেনগুপ্ত।।
তাদের যেতে হয়, যেতে বাধ্য করা হয়।
তারা যায়, গড়াতে গড়াতে যায়
আর
রাজপথ ঘোত্ ঘোত্ শব্দ তোলে
চিরচেনা ক্ষুধার্ত হা-মুখে!
তারা এভাবে চিরকাল বড় হতে থাকে
তাদের এভাবে চিরকাল বাড়তে দেয়া
হয়
ক্রমশ: গড়িয়ে গড়িয়ে ক্ষয় পেয়ে
গেলে-
একদিন নিশ্চুপ ডেকে নেয় শ্মশানের
চুল্লি!
তাদের ছাইয়ে ভরাট অসমতল ভূমি
অসময়ে ঝরে যাওয়া উইয়ের ডানা
সন্তর্পণে টেনে নিচ্ছে, অসহায় কান্না;
নেটজেন খোঁজে, ভূকম্পের আগামী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন