.........চিরশ্রী দেবনাথ
(C)Image:ছবি |
একজন মানুষ ..
ভোর তিনটের
সময় তার মৃত্যুদণ্ড হবে
স্নান শেষ, সুগন্ধি তেল দিয়ে
চুল আঁচড়ালো সে অনেকক্ষণ ধরে
একটি চুলও আর পতাকার মত
দাঁড়িয়ে নেই, ধর্মগ্রন্থটিকে মনে হল
নেতানো ছেঁড়া কাঁথার মত
পা দিয়ে ঠাস করে সরিয়ে দিল
প্রেতাত্মা হওয়ার আগে আর
ভয় কিসের?
পরিষ্কার প্লেটে লুচি, মাংস ও সন্দেশ
আহা! সবকিছুর স্বাদ সে নিতে লাগলো
আপ্রাণ।
বিশুদ্ধ কামের মত তার ভেতর দিয়ে
চুইয়ে পরছে সুস্বাদু লাভা।
প্রিয় গান? নিজেই গেয়ে উঠলো
পাহাড়ি মেয়ের ফসল কাটার গান।
সেও কি কোনদিন এক উদভ্রান্ত
হেমন্তের ফসল ছিল!
গটমট করে এগিয়ে যাচ্ছে
কালো কাপড়ে মুখ ঢেকে যাওয়ার
আগে দেখলো তিনটি লোক
তাদের চোখে ছিল কোনও বিষাদ
তাদের সে খুন করেছিল।
ফাঁসি হয়ে গেলো
মরার সময় তার মুখে খেলে গেলো
আবছা বসন্ত
ঠিক সে সময় পৃথিবীতে
অনেকগুলো কবিতাও লেখা হয়েছিল ..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন