“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

ক্ষীয়মাণ তল্পিবাহক


 
(C)Image:ছবি













 ।। রম্যাংশু চক্রবর্তী।।

"ত্যি, তোমার প্রতি একরাশ ঘৃণা,
তুমি কলমের জোরে চাষার লাঙল কাড়ো, ক্ষেতমজুরের কাস্তে,
তুমি বুদ্ধির তাণ্ডবে চুরি করো শ্রমিকের হাতুড়ি
বা দরিদ্রের ভাগ্যাকাশের তারা।
হে বুদ্ধিজীবী, সমাজের অচেতনার ভার তোমার নয়,
রাস্তাও তোমার নয়,
শেষতলার আন্দোলনও তোমার নয়।
তোমার মর্চে পড়া ভাষাকক্ষে ধুলোর ঝড়ে ইতিহাস ঢোকে না,
তার ঘষা কাঁচে ভাসে না বর্ত্তমান,
তোমার ইগোর ছায়ায় ভবিষ্যৎ সবসময় কালোর অন্ধকারে।
তুমি কম্পাসে কাটো যারে, সে কবেকার জোড়া লাগা,
তুমি মেলাও যারে, স্বভাববৈরি।
তুমি যার হকে গলা ফুলিয়ে চেঁচাও, সে কবেই না তোমায় রাস্তা দেখিয়েছে,
শুনছি ভণিতাও কেড়ে নেবে,
সমাজের মুক্তি রাজার আধিপত্যে নয়,
মধ্যবিত্তের বা বিদ্যাধরের দাসত্বেও নয়।
সবাই দেখতে পাচ্ছে,
তুমি তাদের কথা বলেই যাচ্ছো,
যারা তোমার আসন কাঁধে
নড়বড়ালেই তীব্র ধমক।
রাস্তা ছাড়ো,
অনেক চেঁচিয়েছো,
তোমার দিন গিয়েছে
ছায়া সরাও,
আলো আসছে, এবার পালাও।
যার ভয় দেখাচ্ছো, সে তুমি নিজেই,
তোমার ছায়ায় ভয় পাই না,
তোমার কায়া শুধুই বিদ্বেষ।


Glitz থেকে http://ift.tt/1FhnGCq bangla kobita, বাংলা কবিতা
via IFTTT

কোন মন্তব্য নেই: