“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

জেনারেশন গ্যাপ



।। শঙ্খ সেনগুপ্ত।।
(C)Image:ছবি















মার ঠাকুরদা, কুড়ি মিনিটের পথ হেঁটে যেতেন 
কুড়ি টাকা বাঁচাতে 
আমার বাবা, কুড়ি মিনিটের সেপথ পেরিয়ে যান
সাইকেল চাপিয়ে 
আমি, ওইটুকু পথ পেরিয়ে যাই-আসি হুস্ করে
পেট্রল পুড়িয়ে 
আমার সন্তান, তারচেঢের বেশি পথ পেরিয়ে
যায় নেটে, পলকে 

তুমিও চাইছো হাতের মুঠোয় সব তুলে নিতে
অথচ, কপাল চাপড়িয়ে যাচ্ছো সমানে আর 
সব হাতের বাইরে চলে গেছে বলে চিৎকার 
করে করে সংসার করে তুলেছো বিষময়;   
যদি রাগ না করো তাহলে বলি, সময়ের মূল্য
দিতেই হবে, বিদ্যুৎ নিগমের বিল যতই তোমায় 
ক্ষেপিয়ে তুলুক। জিরো একাউন্টে পড়ে থাকা 
হে প্রিয় দেশবাসী এসো উচ্চারণ করি- 

আপনার উন্নতি সমান সমান দেশের উন্নতি।

কোন মন্তব্য নেই: