।। শঙ্খ সেনগুপ্ত।।
(C)Image:ছবি |
আমার ঠাকুরদা, কুড়ি মিনিটের পথ হেঁটে যেতেন
কুড়ি টাকা
বাঁচাতে।
আমার বাবা, কুড়ি মিনিটের সেপথ পেরিয়ে যান
সাইকেল চাপিয়ে।
আমি, ওইটুকু পথ পেরিয়ে যাই-আসি হুস্ করে
পেট্রল পুড়িয়ে।
আমার সন্তান, তারচে’ ঢের বেশি পথ পেরিয়ে
যায় নেটে, পলকে।
তুমিও চাইছো হাতের মুঠোয় সব তুলে নিতে
অথচ, কপাল চাপড়িয়ে যাচ্ছো সমানে আর
সব হাতের বাইরে
চলে গেছে বলে চিৎকার
করে করে সংসার
করে তুলেছো বিষময়;
যদি রাগ না করো
তাহলে বলি, সময়ের মূল্য
দিতেই হবে, বিদ্যুৎ নিগমের বিল যতই তোমায়
ক্ষেপিয়ে তুলুক।
জিরো একাউন্টে পড়ে থাকা
হে প্রিয় দেশবাসী
এসো উচ্চারণ করি-
আপনার উন্নতি সমান সমান দেশের উন্নতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন