“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

শ্রীরাধা


।। চিরশ্রী দেবনাথ ।।

(C)Iamge:ছবি


















ফেলে এসো রাধা যমুনাতীর
তমালতরু ও বালক প্রেমিক
 ফেলে এসো  ঘাসে ছাওয়া তৃণভূমি
জোৎস্নাশাসিত সঙ্গসুধা
 ধুয়ে দাও গৌরবর্ণ
 ফুলের সাজ আর সুগন্ধ বিলাস
 যদি সাজাই আমার সাজে
কালো রঙে ঢেকে যাক শ্যামের আদর
 তীব্র তিলখানি লুকিয়ে যাবে
খড়ি ওঠা চামড়ায়, আগুনরঙা চুল
 কোটর চোখে খোলা নদী
 ডুব দাও শ্যাম
দশম স্কন্ধ  শ্রীভাগবত ক্লোজ
ঘুচে গেছে রাস, পরকীয়া রক্তে হোলি
 মেঘের পথে হাত ধরেছে রাধা আমার,
নিকষ কালো  রাধা
দিলাম এনে বড়ু চণ্ডীদাস,
 কলম উঠিয়ে রইলেন যে বড়ো,
 এ যে বিষমকথা
রূপহীন অপুষ্ট নারী দিয়ে
কি আর হয় কাব্যকথা
এসো এসো রাধা ঝুলন দোলায় দুলি
তোমায় দিলাম  শ্যামহীন বৃন্দাবন
তোমার সঙ্গে আছি এক পৃথিবী আমি..

কোন মন্তব্য নেই: