“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

দোহারের গান

তিনসুকিয়ার কাছে, মাকুমের মাকুম রেল স্কুলের সোনালি জয়ন্তীর অনুষ্ঠানে গান গাইতে এসেছিল 'দোহার' গেল ১২ সেপ্টেম্বর, ২০১৫। রাত ১১টার থেকে ১২টা ৩০ অব্দি... এই অনুষ্ঠানের কিছু টুকরো আমার ক্যামেরাতে...ন'টি গান দোহারের। একটি আমাদের বাড়িতে কালিকাপ্রসাদ আর রাজীবকে গান শোনাচ্ছে, আমার মেয়ে পৌষালি এবং ওর বান্ধবী তনুশ্রী...

কোন মন্তব্য নেই: