“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

ব্যতিক্রম

।।শৈলেন দাস।।

(C)Image:ছবি

























ময় এখন অসময়
ঘুমিয়ে পড়ার আগ বেলায়
ভাবনার দেশে একলা পেতে
চাইনা তাই আমি তোমায়
খুঁজতে যাইনা তাই তোমায়
হারিয়ে যাওয়া স্মৃতির ভেলায়
ডুবিয়ে দেইনা হাত দুটি তাই
ঘন আঁধারে রাতের বেলায়
অকারণে জাগেনা কোথাও
হারিয়ে যাওয়ার অভিলাষ
অকারণে ভালও তাই
লাগেনা পৃথিবীর আলো বাতাস
তবুও কোনো একসময়
অকারণেই মনে হয়
সবকিছু শুধুই আমার
তুমিই তাতে ব্যতিক্রম।

কোন মন্তব্য নেই: