“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

অশ্লীল জেন্ডার

রাজেশ চন্দ্র দেবনাথ

(C)Image:ছবি














বাথরুম সেরে রাষ্ট্রের রূপকথায়
বিছানায় আঁকি সাধনতলার বিশ্বাস
শূন্যতালুতে পরাজিত চিহ্নে নখের জন্মব্যথা

দেবতাদের ঘরে ঠোকাঠুকি
সাপ জানে যোগ বলে খসে পড়ে
প্রতিনায়িকার পোশাকের ছায়া    


রংচটা ভদ্রতা মুছে নেই শাড়ির আঁচলে
অবিচল ক্ষেপামি মেয়াদি যন্ত্রে

খেতের জলে ঝাপটায় জেহাদি জেন্ডার
কাদম্বরী ঠোঁটে লিখে রাখে
গোঙানি সমগ্র


শ্রীরাধা ঢলে পড়েছে গোল্লাছুট জলে
মাঝি রোজ রোজ ছিঁড়তে থাকে
একঘেয়েমি সন্ধ্যা।


বেওয়ারিশ স্পর্ধা মেঘের হাড়ে
ধর্মের চূড়ায় কাকতাড়ুয়া
মামনিরা মন বদলায় গলির সুখে


বাষ্পীয় শ্যাওলাপুরাণে ইতিউতি
ঊরুতাপে ট্রেনের শৈলী প্রযোজ্য নয়।


                  


কোন মন্তব্য নেই: