।। মনোজিৎ দত্ত।।
১)
একটা উঠোন - একটা থালা -
এখন একটা কাঁটাতার
যেখানে স্বপ্ন শুকোয় তোর
আর আমার স্বাধীনতা ...
২)
এক শ্বাসে নিভাতে হবে
ঊনসত্তুরটা মোমবাতি
তুই পারবি না জানি
ওরা ক’জন নিভিয়ে দেবে ...
৩)
কিছু স্বরবর্ণে আঁতকে উঠি
কত গাছ আজ আগাছা
এমনি করেই কত মানুষ অমানুষ
তবুও স্বদেশ - তবুও স্বাধীনতা
৪)
তুই কোমায় না ঘুমে?
আজ তোর জন্মদিন
উঠ্ - তোর কোলে মাথা রেখে
আমি জোছনার শব্দ শুনবো
5)
হাতেই ছিল স্বাদশীনতার চকলেট
ছোঁ মেরে চিলটা এখন কাঁটাতারে
গলা শুকিয়ে গেলে জল খায়
প্রতিচ্ছবির বুকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন