।। চিরশ্রী দেবনাথ ।।
(C)Image:ছবি |
জবালার শরীর ছোঁয়া সব কৃত্রিমতা
বুঝি নেমে আসছে মাটিতে
পৃথিবী বুক পেতে নারীর জন্য আজন্ম
ঋষি গৌতমের এজলাস পেরিয়ে
বিক্রমজিতের আদালতে পৌঁছুতে হাজার
হাজার বছর
গর্ভশোণিতে কি নতুন কোন প্রজন্মের হাতছানি
যজ্ঞসমিধ জমিয়ে রেখেছি কোনদিন
করবো ক্যাম্পফায়ার
মেঘমল্লারে আগুন ধরবে সেদিন
সামবেদীয় শুদ্ধতা দেবো না তোকে
কেবলই আমার রক্ত কোষ কলা অনুভব
ঘনীভূত হবে আমার আমি
সে পথে ছড়াবে কি পান্না
না শুধু শ্লেষ ছড়ানো চুনীরঙা আকাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন