।। মনোজিৎ দত্ত।।
বিশ্রাম নেই
স্বাধীনতার
জীর্ণ
ক্লান্ত অপুষ্টির শরীরেও
বারোমাস চব্বিশ ঘণ্টার কাজ
- বিশ্বস্ত সিকিউরিটি গার্ড
ক্ষমতার বাড়ির দরজায় -
এ যেন রাজকুলের বন্দীদশা ...
বারোমাস চব্বিশ ঘণ্টার কাজ
- বিশ্বস্ত সিকিউরিটি গার্ড
ক্ষমতার বাড়ির দরজায় -
এ যেন রাজকুলের বন্দীদশা ...
আগস্ট মাসে -
ওভারটাইমও
করতে হয়
পনের তারিখে
-
জন্মদিন
উপভোগের ফুসরত কই!
আর কতদিন হাপুস নয়নে!
ইতিমধ্যে
স্বাধীনতার অনেক স্বপ্ন
লুটেপুটে
নিয়েছে-
কিছু
রাজবংশীয় চোরেরা
কিছু
শেয়ারমার্কেটের দালালরা
আজও গরমিল রয়েই গেল অঙ্কে
কতটা
স্বাধীন আজ স্বাধীনতা?
কতটা নিরাপদ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন