“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

স্বাধীনতার মানে


।। শিবানী দে।।

(C)Image:ছবি


















স্বাধীনতা মানে কলেজ ফেরত নির্জন পথ ধরে
নির্ভয়ে বাড়ি ফেরা ।
স্বাধীনতা মানে বন্ধুর সাথে রাত দশটার পরেও
শহরের পথে ঘোরা ।
স্বাধীনতা মানে ঈশ্বরকেও প্রতিস্পর্ধা জানানো
নাস্তিকতার ভাষা।
স্বাধীনতা মানে শাসকের চোখে চোখ রেখে অশঙ্ক
প্রতিবাদী জিজ্ঞাসা ।
রক্তচক্ষু প্রকট শ্বদন্ত উদ্ধত শিশ্নের অহংকারে
গুলি অ্যাসিডের জোর----
স্বাধীনতা মানে  পতাকা ওড়ানো কথা ? অর্ধ আকাশে
এখনো আসেনি ভোর ।

কোন মন্তব্য নেই: