শঙ্খ
সেনগুপ্ত
(C)Image:ছবি |
মহাশয় অতি সাধু ।
তুমি গুড়, আমি ছাতু ?
উনি ফলিত
অঙ্কে চোস্ত
বিরোধীরা
নির্বিষ
সভা সব ফিস্
ফিস্
জ্বর সারে
কি দোস্ত ?
ক্ষুধার পেট
বচনে ভরে না ।
বাজার কি
রক্ষা করে ঘরানা ?
ভোটবাক্সে
চুরি গেল, স্বাধীনতা
সমূহ বিপদ –
তুমি গেলে
বেঁকে, আমি সিধা
অক্ষর জ্ঞান
কি তবে স্বাক্ষরতা ?
আমাদের জন্য
ভোটার কার্ড
আমদের জন্য
আঁধার
আমদের জন্য
আরটি এ্যাক্ট
আমদের জন্য
রেগা
আমদের জন্য
কত কত জেল
আমদের সবেতে
পাশ ফেল !
মহাশয় অতি
সাধু ।
ইনি কালসাপ
। ইনি কেতু ।
ইনি রাহু ।
ইনি শুক্রপতি ।
পাগলা
গারদের ইনি ভূপতি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন