“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

বিসমিল্লায় গলদ


শঙ্খ সেনগুপ্ত
(C)Image:ছবি















হাশয় অতি সাধু ।
তুমি গুড়, আমি ছাতু ?

উনি ফলিত অঙ্কে চোস্ত
বিরোধীরা নির্বিষ
সভা সব ফিস্ ফিস্
জ্বর সারে কি দোস্ত ?

ক্ষুধার পেট বচনে ভরে না ।
বাজার কি রক্ষা করে ঘরানা ?

ভোটবাক্সে চুরি গেল, স্বাধীনতা
সমূহ বিপদ
তুমি গেলে বেঁকে, আমি সিধা
অক্ষর জ্ঞান কি তবে স্বাক্ষরতা ?

আমাদের জন্য ভোটার কার্ড
আমদের জন্য আঁধার
আমদের জন্য আরটি এ্যাক্ট
আমদের জন্য রেগা
আমদের জন্য কত কত জেল
আমদের সবেতে পাশ ফেল !

মহাশয় অতি সাধু ।
ইনি কালসাপ । ইনি কেতু ।
ইনি রাহু । ইনি শুক্রপতি ।
পাগলা গারদের ইনি ভূপতি ।

কোন মন্তব্য নেই: