শঙ্খ সেনগুপ্ত
তোমার মায়াময় মুখে,
এতো বিষাদ কেনো ?
সংসার পেতেছে বুঝি -
ফাঁদ, ভালবাসার ঘরে ?
তোমার উঠোনে কেনো,
এতো বিচুটি পাতা ?
ঝাঁট দাও না বুঝি -
নিয়মিত, সকাল-সন্ধ্যা ?
তোমার চোখে কেনো
এতো টলটলে পুকুর ?
ছিপ্ ফেলো, তোলো
কি, পায়ের নূপুর ?
হে প্রেম হে প্রভু
ডুবে গেলো
তলিয়ে গেলো আরো
একটি দুপুর !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন