“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১ আগস্ট, ২০১৫

কথা নিষ্ফলতার


সুমিত্রা পাল

















ধূসর পাণ্ডুলিপি জুড়ে
কিছু বিমূর্ত ভাবনা
গ্রন্থিতে গ্রন্থিতে বল্মিক পাহাড় গড়ে তোলে
অথচ অবচেতন মন চারিদিকে ছত্রখান...

           মুখরিত অক্ষর বিন্যাসে
           নির্বিকার মৌনতা 

           আমার আত্মকথার নিষ্ফলতা। 


কোন মন্তব্য নেই: