শঙ্খ সেনগুপ্ত
(C)Image:ছবি |
১.
কার কী বলার আছে ?
তোমাদের যাবতীয় দু:খকথা,
গল্পমালা, তোমাদের যাবতীয় সব
বলে রাখ – আকাশের কাছে ।
২.
বহি:রাজ্য বিদ্যুৎ দিলে – তোলা হবে
অনালোকিত মুখ ।
৩.
মেঘের ভেতর বসেছে সভা
বিকোচ্ছে বৈশাখী নির্ভর শব্দ
আমরা কি ভীষণ জব্দ ?
৪.
গৃহকর্তা তরমুজ খাচ্ছেন – টেলিফোনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন