“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

ফটোসেশান


শঙ্খ সেনগুপ্ত

(C)Image:ছবি



















১.
কার কী বলার আছে ?
তোমাদের যাবতীয় দু:খকথা,
গল্পমালা, তোমাদের যাবতীয় সব
বলে রাখ আকাশের কাছে ।


২.
বহি:রাজ্য বিদ্যুৎ দিলে তোলা হবে
অনালোকিত মুখ ।


৩.
মেঘের ভেতর বসেছে সভা
বিকোচ্ছে বৈশাখী নির্ভর শব্দ
আমরা কি ভীষণ জব্দ ?


৪.

গৃহকর্তা তরমুজ খাচ্ছেন টেলিফোনে ।

কোন মন্তব্য নেই: